ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

হামাস জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
হামাস জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে ফেরত না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত।

ট্রাম্প বলেন, সব জিম্মিকে একসঙ্গে চান, ভেঙে ভেঙে নয়— দুইজন, একজন, তিনজন, চারজন বা দুইজন করে নয়। তিনি জোর দিয়ে বলেন, আমি ব্যক্তিগতভাবে বলছি। ইসরায়েল চাইলে সিদ্ধান্ত বদলাতে পারে।

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, যদি সব জিম্মি ফেরত না আসে, তাহলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তিনি বলেন, হামাস হয়তো আমার কথা বুঝতে পারবে।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মিদের মুক্তি দেওয়ার পরবর্তী কার্যক্রম স্থগিত করার কথা জানান হামাসের সামরিক শাখার একজন মুখপাত্র।

ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে হামাসের এক জ্যেষ্ঠ মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখতে হবে যে, যদি তিনি ইসরায়েলি জিম্মিদের মুক্তি চান, তাহলে উভয় পক্ষকেই চুক্তির শর্ত মেনে চলতে হবে।

সামি আবু জুহরি এক সাক্ষাৎকারে বলেন, এ ধরনের হুঁশিয়ারির কোনো মূল্য নেই। এটি শুধু বিষয়টিকে জটিল করছে।

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে গাজায় তুলে নিয়ে জিম্মি করে। এরপর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।

৭৩ ইসরায়েলি এখনো গাজায় জিম্মি রয়েছেন। এর সঙ্গে তিন তিনজন রয়েছেন যাদের এক দশক আগে অপহরণ করা হয়। এর মধ্যে একজন মৃত বলে মনে ধারণা করা হয়।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। সেই থেকে ১৬ ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে জিম্মিদশা থেকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েল ৫৬৬ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।

তিন সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষে ৩৩ জন জিম্মি এবং এক হাজার ৯০০ বন্দি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইসরায়েল জানায়, ওই ৩৩ জনের মধ্যে আটজন এরইমধ্যে মারা গেছেন।

বাকি জিম্মিদের মুক্তি দ্বিতীয় ধাপে সম্পন্ন হওয়ার কথা রয়েছে, তবে এ নিয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।