মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র্যাটক্লিফ জানিয়েছেন, ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা ও অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে।
ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাটক্লিফ বলেন, ট্রাম্প জানতে চেয়েছিলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি আসলেই শান্তি প্রতিষ্ঠায় কতটা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আমি চাই, জেলেনস্কি নিজেও যেন এই বিষয়টি ভেবে দেখার সুযোগ পাক। তার প্রতিক্রিয়াও আমরা ইতোমধ্যেই দেখেছি। তাই আমি মনে করি, সামরিক ও গোয়েন্দা খাতে যে সাময়িক বিরতি দ্রুতই কেটে যাবে।
র্যাটক্লিফ আশা প্রকাশ করে বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে, বিশেষ করে জেলেনস্কির ট্রাম্পকে পাঠানো সাম্প্রতিক চিঠির পর।
তিনি বলেন, আমরা ইউক্রেনের পাশে থাকব, যেমনটা আগে থেকেছি। আমরা আগ্রাসন মোকাবিলায় একসঙ্গে কাজ করব এবং শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে বিশ্বকে আরও ভালো অবস্থানে নিয়ে যাব।
একজন সিনিয়র মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনের সঙ্গে কিছু গোয়েন্দা বিনিময় করা ইতোমধ্যে কমিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে কম গোয়েন্দা নজরদারি এবং পর্যবেক্ষণ ফ্লাইট পরিচালনা, যা সামরিক অভিযানের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে, যেহেতু এই ক্ষেত্রে দেশটি মার্কিন গোয়েন্দা সহায়তার ওপর নির্ভরশীল।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এমএম