ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামাকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামাকে হত্যার দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী এমন দাবি উঠেছে। শুক্রবার (২১ মার্চ) এ দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

খবর রয়টার্সের।

আইডিএফ জানিয়েছে, গত বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা করা হয়। তাতেই নিহত হন ওসামা তাবাশ। তিনি হামাসের নজরদারি ও গোয়েন্দা ইউনিটেরও প্রধান ছিলেন। তিনি বহু হামলার মূলহোতা ছিলেন।

জানা গেছে, দক্ষিণ গাজায় বেশ সক্রিয় ছিলেন ওসামা। তার হত্যাকে বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল।

ওসামা হত্যার খবর ইসরায়েলিরা ঘটা করে বললেও ফিলিস্তিন বা গাজা থেকে এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। হামাসও কোনো মন্তব্য করেনি।

আইডিএফের দাবি, ২০০৫ সালে গাজা উপত্যকার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূলহোতা ছিলেন তাবাশ। বহু হামলা হয়েছে তার ষড়যন্ত্রে। মূলত, তার দক্ষতায় অনেক ক্ষেত্রে আইডিএফের হামলা প্রতিহত করতে সফল হয়েছিল হামাস।

তাবাশের মৃত্যু হওয়ায় আগামীতে হামাসের বিরুদ্ধে সংগ্রাম আরও সহজ হবে বলে মনে করছে আইডিএফ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।