ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

এবার ইরান-ইসরায়েল সংঘাতের ‘চূড়ান্ত অবসান’ চাইলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জুন ১৭, ২০২৫
এবার ইরান-ইসরায়েল সংঘাতের ‘চূড়ান্ত অবসান’ চাইলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

বার বার নিজের বলা বাক্য পরিবর্তন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও তিনি ইরান-ইসরায়েলের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের কথা বলেন।

আবার সামরিক শক্তি প্রয়োগের হুমকি দেন। কখনও বা বলেন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির দরকার। এবার আবার নতুন করে তিনি বললেন, কোনো যুদ্ধবিরতি নয়, ইরান-ইসরায়েল সংঘাতের ‘চূড়ান্ত অবসান’ চাই।  

আন্তর্জাতিক প্রায় প্রতিটি সংবাদমাধ্যম ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ করেছে। তিনি গতকাল সোমবার (১৬ জুন) কানাডার জি-৭ সম্মেলন সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি ইরান-ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাতের ‘স্থায়ী অবসান’ চাই। এ সময় মধ্যপ্রাচ্যে তার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি তুলে ধরা হলে ট্রাম্প বলেন, না, আমি যুদ্ধবিরতির পক্ষে না। আমি চাই একেবারে চূড়ান্ত অবসান। তেহরান পরমাণু অস্ত্র কার্যক্রম পুরোপুরি পরিত্যাগ করুক। সেটিই হবে এই সংঘাতের প্রকৃত সমাপ্তি।

নিজের এই বক্তব্যকে আরও গুরুত্ব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা শুধু একটা বিরতি নয়, আমি চাই একটা ‘রিয়েল এন্ড’। আলোচনার মেজাজে আমি নেই।

যুদ্ধের অবসান চাইলেও ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি সরাসরি সমর্থন জানান ট্রাম্প। তিনি বলেন, তারা (ইরান) সময় থাকতে চুক্তি করতে পারত। এখন তাদের শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আমি আশা করি তাদের পরমাণু কর্মসূচি বিলীন হয়ে যাবে। চুক্তি না করায় এটা (ইসরায়েলি হামলা) তাদের প্রাপ্য।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।