গাজায় শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের শীর্ষ নেতা সালাহ আল-বারদাওয়িল, যিনি খান ইউনিস শহরে হামলায় নিহত হন।
শনিবার রাতটি ছিল খান ইউনিসে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আরও এক দুঃসহ রাত। এ সময় ইসরায়েলি বাহিনী টানা বোমা বর্ষণ চালায় সেখানে। হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব হামলায় নারী, শিশু এবং হামাস নেতা বারদাওয়িলসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
এদিকে, আজ সকালে দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি রাফাহ ও খান ইউনিসে হামলার মাত্রা আরও জোরদার করা হয়েছে।
এখন পর্যন্ত এইসব এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের দাবি, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মানুষকেও মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এমএম