ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের পাল্টা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের পাল্টা প্রস্তাব শনিবার গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুর মরদেহ বহন করে নিয়ে যাচ্ছেন স্বজনেরা

মিসর ও কাতারের দেওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ইসরায়েল বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পাল্টা প্রস্তাব দিয়েছে।

দিন কয়েক আগেই নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে চলতি সপ্তাহের শুরুতেই প্রস্তাব দেয় মিসর।

প্রস্তাব অনুমোদনের কথা জানান গাজার বাইরে হামাস নেতা খলিল আল-হাইয়া। তবে এর আগে প্রস্তাবে কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নতুন প্রস্তাব অনুযায়ী, হামাস গাজা থেকে পাঁচজন জীবিত জিম্মিকে মুক্তি দেবে, যার মধ্যে একজন মার্কিন-ইসরায়েলি নাগরিকও থাকবেন।  
বিনিময়ে ইসরায়েল গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে এবং কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি দেবে। এর সঙ্গে ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার পর্যন্ত তাদের পাল্টা প্রস্তাব সম্পর্কে কোনো তথ্য দেয়নি। এর আগে শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে পরামর্শের পর প্রস্তাবটি তৈরি করা হয়েছিল বলে জানা যায়।

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় হামলা শুরু করে ১৮ মার্চ। সেই থেকে এ পর্যন্ত প্রায় ৯২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হোয়াইট হাউস অবশ্য নতুন করে ইসরায়েলের হামলার জন্য হামাসকে দায়ী করেছে।

এদিকে মিশর সীমান্ত লাগোয়া গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েল স্থল অভিযান আরও বাড়িয়েছে। হামাস জিম্মিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যুদ্ধের তীব্রতা বাড়ানোর কথা বলে আসছে ইসরায়েল। অবশ্য তাদের মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে।  

ইসরায়েল চায়, হামাস ক্ষমতা ছেড়ে দিক, অস্ত্র ছাড়ুক এবং সংগঠনটির নেতাদের নির্বাসনে পাঠাক। হামাস জানায়, তারা কেবল ফিলিস্তিনি বন্দি মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহারের বিনিময়ে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।