ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটন ডিসি সফর করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানায়, সোমবার হোয়াইট হাউসে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই সফরের আলোচ্যসূচিতে তুরস্ক-ইসরায়েল সম্পর্ক, ইরান ইস্যু, গাজা যুদ্ধ, শুল্ক ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

গত ৩ মার্চ ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। তখন ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান। আলাপকালে নেতানিয়াহু শুল্কের বিষয়টি উত্থাপন করেন। ট্রাম্পের তথাকথিত পাল্টা শুল্কের আওতায় ইসরায়েল ১৭ শতাংশ শুল্কের মুখোমুখি হচ্ছে।

চার দশক আগে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়। ইসরায়েল সম্প্রতি মার্কিন পণ্য আমদানির ওপর অবশিষ্ট শুল্ক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে প্রায় ৯৮ শতাংশ মার্কিন পণ্য ইসরায়েলে করমুক্তভাবে প্রবেশ করবে।

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা অমান্য করে নেতানিয়াহু ২০২৩ সালের পর প্রথম ইউরোপের দেশ হাঙ্গেরি সফর করছেন।

এ ছাড়া গাজায় নতুন করে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হাতে আটক ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় থাকবে।

ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনায় বসতে চাপ দিয়ে যাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, তারা পরোক্ষ আলোচনায় বসতে ইচ্ছুক।

মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। ইরান এই অভিযোগ সবসময়ই প্রত্যাখ্যান করে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫

এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।