ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় ৩০ হাজার তরুণকে যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে জানানো হয়েছে, এসব তরুণকে হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আল-আরাবিয়ার দাবি অনুযায়ী, এই যোদ্ধাদের মূলত শহরাঞ্চলের যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে অন্যান্য সামরিক দক্ষতায় তাদের অভিজ্ঞতা সীমিত।

যোদ্ধাদের ঠিক কোন সময়ে নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে অংশ নিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে তারা হামাসের হাতে আটক জিম্মিদেরও মুক্ত করতে চাচ্ছে। তবে দেড় বছরেরও বেশি সময় ধরে অব্যাহত আক্রমণের পরও ইসরায়েল এখনো গাজার পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি এবং জিম্মিদেরও মুক্ত করতে ব্যর্থ হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে গাজা-ইসরায়েল সীমান্তবর্তী কিছু অঞ্চল দখলে নিতে সক্ষম হয়েছে ইসরায়েল। এসব এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে সেগুলোকে ‘বাফার জোন’ হিসেবে পরিণত করেছে তারা, যেখানে গাজার কোনো বাসিন্দাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।