ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হেবরনে ফিলিস্তিনি দোকান পুড়িয়ে দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
হেবরনে ফিলিস্তিনি দোকান পুড়িয়ে দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা-নির্যাতন চলছেই। সবশেষ পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনি একটি দোকানে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

খবর আল জাজিরার।

বার্তাসংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হেবরনে আবু শাকর পরিবারের একটি দোকান পুড়িয়ে দিয়েছে।  

হেবরনের ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলেও খবরে জানানো হয়েছে।  

এদিকে পশ্চিম তীরে জেনিন বিশ্ববিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হচ্ছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, ইসরায়েলের সামরিক অবরোধে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত শত শত ফিলিস্তিনি আরব আমেরিকান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশ্রয় নিয়েছেন।

৫৩ বছর বয়সী মোহাম্মদ শালাবি তাদেরই একজন। তিনি বলেন, সবাই জানে যে, যখন ইসরায়েলি বাহিনী প্রবেশ করে, তখন তারা অবকাঠামো এবং এমনকি গাড়িগুলোও ধ্বংস করে দেয়। গত ২১ জানুয়ারি জেনিনে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়।

শালাবি তার ৮০ বছর বয়সী বাবার সঙ্গে এসব নিয়ে আলোচনা করেননি। তার বাবার শরীর খারাপ হতে পারে- এই ভয় থেকেই তিনি কিছু বলেননি। তবে বাবা টের পেয়েযান এবং মাঝে-মধ্যেই কাঁদেন, কারণ তিনি নাকবা দেখেছিলেন।

নাকবা দিবসের উৎপত্তি ১৯৪৮ সালের ১৫ মে শুরু হওয়া আরব-ইসরায়েল যুদ্ধ থেকে। তার একদিন আগে, ১৪ মে ইসরায়েল নিজেদের ঘোষণা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।