ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে শতাধিক পররাষ্ট্র অফিস বন্ধ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
বিশ্বজুড়ে শতাধিক পররাষ্ট্র অফিস বন্ধ করছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘আমেরিকা প্রথম’ নীতির আওতায় বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা শতাধিক পররাষ্ট্র দপ্তর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ১৫ শতাংশ কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, কূটনৈতিক কর্মকাণ্ডে অধিক দক্ষতা আনার লক্ষ্যে এবং ‘আমেরিকা প্রথম’ নীতিকে অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত ১০০টিরও বেশি দপ্তর বন্ধ করে দেওয়া হবে।

রয়টার্স ও এপি সংবাদমাধ্যম দাবি করেছে, তারা এ সংক্রান্ত একটি গোপন প্রশাসনিক নথি পর্যালোচনা করেছে, যা মার্কিন কংগ্রেসকে অবহিত করার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। ওই নথি অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোট ৭৩৪টি অফিসের মধ্যে ১৩২টি অফিস বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া আরও ১৩৭টি দপ্তর স্থানান্তরের আওতায় আসতে পারে।

রুবিও বলেছেন, বর্তমানে মন্ত্রণালয়ের কার্যক্রম বিপর্যস্ত ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। অতিরিক্ত بيرোক্র্যাটিক জটিলতায় কার্যকারিতা ব্যাহত হচ্ছে। এই প্রতিযোগিতামূলক ভূরাজনৈতিক পরিবেশে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাই কঠিন হয়ে পড়েছে।

এই রদবদলের মাধ্যমে দূতাবাস ও অন্যান্য কূটনৈতিক মিশনের কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যদিও এখনো নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নারীর অধিকার, বৈচিত্র্য (ডাইভারসিটি), ও অন্তর্ভুক্তি (ইনক্লুশন) বিষয়ক দপ্তরগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসনের শুরুতেই এই বিভাগগুলোর কার্যক্রম সীমিত করা হয়েছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) বন্ধ করে দেওয়ার ঘটনা এই সিদ্ধান্তের পূর্বাভাস দিয়েছিল। ফলে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সংস্থাগুলো এই সিদ্ধান্তের আওতায় আসতে পারে।

প্রথম দিকে ধারণা করা হচ্ছিল, মানবাধিকার বিষয়ক দপ্তরগুলোও এ সিদ্ধান্তের আওতায় আসবে। তবে রুবিওর সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, আপাতত সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

প্রশাসনের কর্মকর্তারা একমত যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান কাঠামো অত্যন্ত জটিল এবং অকার্যকর হয়ে উঠেছে। তাই নতুন কাঠামোতে এমন একটি দিকনির্দেশনা তৈরি করা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি আরও বেশি ‘আমেরিকা প্রথম’ কৌশলের দিকে ঝুঁকবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ