ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, এপ্রিল ২৮, ২০২৫
ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যে

স্পেন, পর্তুগাল এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হঠাৎ করে শুরু হওয়া এই ব্ল্যাকআউটের কারণে তিন দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাফিক সিস্টেম, মেট্রো রেল, হাসপাতালের জরুরি বিভাগ, মোবাইল নেটওয়ার্ক ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এছাড়া মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের চলমান ম্যাচগুলোও তাৎক্ষণিকভাবে স্থগিত করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিবিসি বলছে ব্ল্যাকআউটের নির্দিষ্ট কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্পেন, পর্তুগাল, ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রাথমিক তদন্তে কয়েকটি সম্ভাবনা উঠে এসেছে।

পর্তুগালের জাতীয় বিদ্যুৎ কোম্পানি আরইএন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের পেরপিন্যান ও নারবোনার মধ্যে একটি উচ্চ-ভোল্টেজ বিদ্যুৎ লাইনে আগুন লাগার ঘটনা এ বিভ্রাটের মূল কারণ হতে পারে।

পর্তুগাল সরকারের মুখপাত্র অ্যান্তোনিও লেইতাও আমারো বলেছেন, স্পেনে একটি ‘বিরল বায়ুমণ্ডলীয়’ ঘটনা ঘটেছে, যা বিদ্যুৎ গ্রিডে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে। এ পরিস্থিতি এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

>> হঠাৎ ব্ল্যাকআউটে বিপর্যস্ত স্পেন-পর্তুগাল-ফ্রান্স

ফ্রান্সের একটি সংবাদ বলেছে, ইউরোপীয় বিদ্যুৎ গ্রিডে ত্রুটির কারণে আইবেরিয়ান বিদ্যুৎ নেটওয়ার্কে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। আবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের আলারিক পর্বতমালায় আগুন লাগার কারণে পেরপিন্যান ও নারবোনের মধ্যবর্তী একটি উচ্চ-ভোল্টেজ তার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই বিদ্যুৎ বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে।

এদিকে স্পেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা আইএনসিআইবিই সম্ভাব্য সাইবার আক্রমণের বিষয়টি খতিয়ে দেখছে। যদিও পর্তুগালের সাইবার নিরাপত্তা সংস্থা এ সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে। স্পেনের বিদ্যুৎ অপারেটর রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, ইবেরিয়ান বিদ্যুৎ গ্রিডে একটি অত্যন্ত ‘শক্তিশালী দোলন বা কম্পন’ অনুভূত হয়েছিল, ফলে আইবেরিয়ান নেটওয়ার্ক ইউরোপীয় মূল গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যুৎ কর্তৃপক্ষ, জরুরি পরিষেবা এবং নিরাপত্তা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। জনগণকে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া ঘরে থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। মাদ্রিদ ওপেনের আয়োজকরা জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ স্থগিত থাকবে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।