ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থামুক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, মে ৮, ২০২৫
ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থামুক ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তান ও ভারতের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমি দুই দেশকেই খুব ভালোভাবে চিনি।

আমি চাই তারা একে অপরের সঙ্গে মিলে সমস্যার সমাধান করুক। আমি চাই তারা থামুক।

তিনি আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে আমি পাশে থাকব।

এই সংঘাতে যুক্তরাষ্ট্র কতটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, তা এখনও স্পষ্ট নয়।  তবে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতের হামলায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আর ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

এদিকে, ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারত পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, এর মূল্য দিতে হবে তাদের।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।