কাশ্মীরে হামলার একদিন পর সীমান্তে আটক ভারতীয় সীমান্তরক্ষীকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পর্যটন শহর পাহেলগামের কাছে এক ভয়াবহ হামলায় ২৬ জন প্রাণ হারান। এরপর টানা চার দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলতে থাকে, যা শেষ পর্যন্ত গত শনিবার একটি যুদ্ধবিরতির মাধ্যমে থামে।
বিএসএফ জানিয়েছে, তাদের জওয়ান পূর্ণম কুমার শ ২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন। তাকে বুধবার (১৪ মে) প্রটোকল অনুযায়ী ভারতের কাছে হস্তান্তর করা হয়।
৪০ বছর বয়সী পূর্ণম কুমার পাঞ্জাবের ফিরোজপুরে দায়িত্বরত ছিলেন। হামলার ঘটনার পর সীমান্তে চরম উত্তেজনার মধ্যে তিনি ভুলবসত সীমান্ত পার হয়ে পাকিস্তানের সীমানা ঢুকে পড়েন। ওই সময় তিনি ইউনিফর্মে ছিলেন এবং সঙ্গে ছিল সরকারি রাইফেল। গত ১৭ বছর ধরে তিনি বিএসএফে কর্মরত।
বিএসএফ সূত্র বলছে, টহলের সময় বিএসএফ সদস্যদের ভুল করে সীমান্ত পার হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। সাধারণত এমন ঘটনার সমাধান হয় দুই পক্ষের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর মাধ্যমে।
সীমান্তে উত্তেজনার কারণে পূর্ণমের ফেরত আসা বিলম্বিত হয়। তবে শেষ পর্যন্ত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে তাকে ফেরত আনা সম্ভব হয়েছে।
এমএম