আবারো ঝুলন্ত সরকারের পথে পর্তুগাল। এককভাবে ক্ষমতায় আসতে এবারও কোনো দল সংখ্যা গরিষ্ঠ আসন লাভ করতে পারেনি।
পর্তুগালের জাতীয় সংসদে আসন সংখ্যা ২৩০টি, একক ভাবে সরকার গঠনের জন্য দরকার ১১৬টি, তবে ২২৬টি আসনের ফলাফলের ভিত্তিতে কোন দল একক ভাবে ১১৬টি আসন জয় লাভ করে নি।
বর্তমান ক্ষমতাসীন জোট এডি জোট ৮৯টি আসন, অভিবাসন বান্ধব দল পিএস ৫৮ এবং কট্টরডানপন্থী শেগা ৫৮ আসন পেয়েছে। বাকী ২১আসন বাম ও স্বতন্ত দল গুলো লাভ করেছে। ৪ আসনের ফল এখনও প্রকাশ তরা হয় নি।
গতকাল (১৮ মে) রোববার পর্তুগালে মধ্যবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
পর্তুগালের ২৩০ আসনের সংসদে কমপক্ষে ১১৬টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এডিকে সম্ভবত ছোট দলগুলোর সঙ্গে চুক্তি করতে হবে।
গত ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টি ১০৮টি আসন অর্জন করতে পেরেছিল। আর ২০২৪ সালে কেউ একক ভাবে সরকার গঠন করতে পারেনি শরিক হয়ে দল গঠন করেছে।
পর্তুগালের জাতীয় সংসদের সর্বমোট ২৩০টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে রাজধানী লিসবন এরিয়াতে রয়েছে সর্বোচ্চ ৪৮টি আসন এবং দ্বিতীয় সর্বোচ্চ বন্দরনগরী পর্তোতে ৪০, ব্রাগা ১৯, সেতুবাল ১৮, আভেইরো ১৬, লেরিয়া ১০, কুইমরা/ফারু/সান্তারাইতে ৯টি করে, ভিসেউ ৮টি, মাদেইরা/ভিয়েনা ডো কাস্তেলো ৬টি করে, আজোরেস/ভিলা রিয়েল ৫টি করে, কাস্তেলো ব্রাংকো ৪, গোয়ারদা/বেজা/ব্রাগানসা/এবোরা ৩টি করে, পোরতালেগ্ৰে ২টি সংসদীয় আসন রয়েছে।
২০২৪ সালের নির্বাচনে ২৩টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। অংশগ্রহণকারী প্রধান দলগুলো হচ্ছে সোশালিস্ট পর্টি (পিএস), সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি(পিএসডি), ব্লক ইসকেরদা (বিই), সিডিইউ (২টি দলের জোট পিসিপি এবং পিইভি ), পিএএন, আইএল, সেগা, লিব্রে, সিডিএস-পিপি, এমপিটি, আরআইআর, ইরগূইতে, এমএএস, আলিয়ানসা, এডিএন।
জেএইচ