ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা হামলার প্রতিবাদে লাহোরে ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
বোমা হামলার প্রতিবাদে লাহোরে ধর্মঘট

লাহোর: পাকিস্তানের লাহোর শহরে ধর্মঘটের কারণে আজ সব দোকান-পাট ও অফিস-আদালত বন্ধ ছিলো। ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত হওয়ার প্রতিবাদে আজ শনিবার এ ধর্মঘট ডাকা হয়।



বোমা হামলার প্রতিবাদে ক্ষুদ্ধ প্রতিবাদকারীরা গতকাল শুক্রবার পাকিস্তানের রাস্তায় নেমে আসেন। প্রতিবাদকালে তাঁরা গাড়ির টায়ার পোড়ান ও রক্তক্ষয়ী এ হামলার জন্য তালেবান চরমপন্থীদের দায়ী করে স্লোগান দেন।

ধর্মঘটের ডাক দেয়া সুন্নী মুসলিম পরিষদের নেতা রাগহিব নায়েমি জানান, শনিবার বিকালে একটি বড় র‌্যালী করার পরিকল্পনা আছে তাঁদের। তিনি আরো বলেন, “সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ না নেয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাবো। ”

এদিকে গত বৃহস্পতিবারের এ বিস্ফোরণের ঘটনা অনুসন্ধানের পর বেশ কয়েকজনকে আটক হলেও আনুষ্ঠানিকভাবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।