ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারী উন্নয়নে জাতিসংঘের নতুন সংস্থা ‘ইউএন ওমেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
নারী উন্নয়নে জাতিসংঘের নতুন সংস্থা ‘ইউএন ওমেন’

নিউইয়র্ক: বিশ্বব্যাপী নারীর উন্নয়নে কাজ করতে নতুন একটি সংস্থা গঠনে একমত হয়েছে জাতিসংঘের সাধারণ পরষিদ। বর্তমানে নারী উন্নয়ন নিয়ে কাজ করা জাতিসংঘের চারটি বিভাগ মিলে গঠিত হবে নতুন এই সংস্থাটটি যার নাম ‘ইউএন ওমেন’।

আগামী বছরের প্রথম দিন থেকেই কাজ শুরু করবে ইউএন ওমেন।

নতুন এই সংস্থা গঠনে সম্মত হওয়ায় সদস্য রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানিয়েছেন মহাসচিব বান কি মুন। উল্লেখ্য, গত চার বছর ধরে এই সংস্থাটি গঠনের জন্য চেষ্টা চালানো হচ্ছিল। সংস্থাটি গঠনে মূল ভূমিকা পালন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ২১.১৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।