ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৫

সেবু: ফিলিপাইনের সেবু শহরে শনিবার একটি বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ প্রধান এরসন দিগাল রোববার এতথ্য জানান।



দিগাল আরও বলেন, ঢালু রাস্তা দিয়ে নামার সময় বাসটির ব্রেক ফেল করে। তখন গাড়ির চালক পথচারীদেরকে বাঁচাতে গিয়ে একটি কংক্রিটের দেয়ালে আছড়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এর আগে, গত মাসেই সেবুর উপতক্যা দিয়ে নামার সময় একটি বাস পানিতে পড়ে গিয়ে ২১ জন ইরানি মেডিকেল ছাত্র ও পর্যটক নিহত হন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪:৩১ ঘন্টা, ০৪ জুলাই,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।