ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা

১ সেনাসহ ৪ হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
১ সেনাসহ ৪ হামলাকারী নিহত

পেশোয়ার: চারজন আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা ও রকেট নিয়ে পাকিস্তানের একটি সামরিক ফাঁড়িতে আক্রমণ চালিয়েছে। সোমবারের এ হামলায় একজন সেনা সদস্য নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানান পাকিস্তানি কর্মকর্তারা।



পাকিস্তানের উত্তরপশ্চিমের তালেবান অধ্যুষিত তিমারগরাহ শহরের একটি আধাসামরিক বাহিনীর ফাঁড়ি এ হামলার লক্ষ্যবস্তু ছিল। স্থানীয় সময় ভোর ২ টা ১৫ মিনিটের দিকে এ হামলা চালানো হয় বলে জানান স্থানীয় পুলিশ প্রধান কাজি জামিল। তিনি আরো বলেন, “আত্মঘাতী হামলাকারীরা ছিল সংখ্যায় চার জন। তারা ফাঁড়িতে হামলা চালানোর চেষ্টা চালায়। এসময় তাদের সবাই নিহত হয়। তাদের গাড়িতে রকেট আর মর্টারও ছিল। ”

জামিল বলেন, এ ঘটনায় একজন সেনাসদস্য নিহত হন। সেইসাথে ১২ জন সেনা সদস্যসহ একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ”

সামরিক সূত্রে জানানো হয়েছে, সেনা সদস্যরা সফলভাবে গাড়িবোমা দুটিকে ধ্বংস করে ও চার আত্মঘাতী হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত তিন বছরে তালেবান ও আল কায়েদা বোমা হামলায় পাকিস্তানে ৩ হাজার ৪ শ’র বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩:২০ ঘন্টা, ০৫ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।