ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ফায়ারিং রেঞ্জে দুঘটনায় ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
রাশিয়ায় ফায়ারিং রেঞ্জে দুঘটনায় ৬ জন নিহত

মস্কো: দক্ষিণ সাইবেরিয়ার আতাই অঞ্চলের একটি ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনার ফলে বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মেজর, একজন লেফট্যানেন্ট কর্নেল সহ একটি স্থানীয় গোলাবারুদ সরবরাহকারী প্রতিষ্ঠানের চারজন কর্মীও রয়েছেন।

আরআইএ নোভস্তি ও ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য  জানায়।

গান পাউডার এবং বাতিল গুলি ট্রাকে তোলার সময় দূর্ঘটনাবশত এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনের ফলে ট্রাকটিও জ্বলে যায়।

উল্লেখ্য দুর্ঘটনাটি গত শনিবার ঘটলেও আজকেই প্রথম এ সংবাদ প্রকাশ করা হয়।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩:৫০ ঘন্টা, ০৫ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।