ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি নৌসেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, জুন ৭, ২০১০

রামাল্লা: গাজার সমুদ্র উপকূলে ইসরায়েলি নৌসেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের নৌবাহিনীর দাবি, ওই ফিলিস্তিনিরা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।

অবশ্য ফিলিস্তিনি সংগঠন ফাতাহ বলছে, সংগঠনের সদস্যরা প্রশিক্ষণে অংশ নিয়েছিল, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে নয়। খবর আলজাজিরা ও বিবিসি।

ইসরায়েলি নৌসেনাদের হাতে নয় জন ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মী নিহত হওয়ার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল।

ইহুদি দেশটির নৌবাহিনী জানায়, নৌকায় করে চারজনকে তাদের জলসীমায় এগিয়ে আসতে দেখে তারা গুলি চালায়।

তবে ওই নৌকার আরোহীর সংখ্যা নিয়ে ভিন্ন মত দিয়েছে ফিলিস্তিনের আরেকটি সংগঠন হামাস।

সংগঠনটির দাবি, ছয় জনের মধ্যে চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

গাজায় আলজাজিরা প্রতিনিধি নিকোল জনস্টন জানান, নৌকায় থাকা ছয় আরোহীর ওপর ইসরায়েলি নৌসেনারা হামলা চালায়।

তারা প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন বলেও জানান তিনি।

ফিলিস্তিনের একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, নিহতের মধ্যে দুইজন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪১ ঘণ্টা, ৬ জুন ২০১০
আরআর/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।