ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কলেরার প্রকোপে ৭১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
নাইজেরিয়ায় কলেরার প্রকোপে ৭১ জনের মৃত্যু

ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মহামারি আকার ধারণ করেছে কলেরা। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।



দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবদুলসালাম নাসিদি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কানোর বেশ কিছু এলাকায় মহামারি আকার ধারণ করেছে কলেরা।

তিনি জানান, বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, কলেরা উপদ্রুত অঞ্চলগুলোতে গত দু’মাসে অন্তত ২ হাজার ১৬৫ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কলেরা উপদ্রুত এলাকায় পর্যাপ্ত চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে সরকার।

এছাড়া, মহামারি প্রতিরোধে জনগণকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।