ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় উপ-শিল্পমন্ত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
লিবিয়ায় উপ-শিল্পমন্ত্রীকে গুলি করে হত্যা

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলের শার্ত শহরে দেশটির উপ-শিল্পমন্ত্রী হাসান আল-দ্রৌইকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিজের আদিশহর শার্ত সফরে গেলে কেন্দ্রীয় মার্কেটের সামনে হাসান আল-দ্রৌইকে লক্ষ্য করে গুলি চালায় এক অজ্ঞাত বন্দুকাধারী।



কর্মকর্তারা জানান, গুলিতে মন্ত্রীর শরীর ঝাঁঝরা হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় কারা জড়িত এ ব্যাপারে কিছু জানাতে পারেনি প্রশাসন। এছাড়া, কোনো বিচ্ছিন্নতাবাদীর আক্রমণ কিনা এ বিষয়টিও স্পষ্ট নয়।

এদিকে, দেশটির পশ্চিমাঞ্চলে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

উল্লেখ্য, ২০১১ সালে লৌহমানব কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে ভেঙে পড়ে আরব দেশটিতে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।