ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লম্বায় ৬ ফুট ১ ইঞ্চি, শুধু পা-ই ৪৭ ইঞ্চি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
লম্বায় ৬ ফুট ১ ইঞ্চি, শুধু পা-ই ৪৭ ইঞ্চি!

ঢাকা: ব্রিটিশ মডেল আলেক্সসান্দ্রা রবার্টসন লম্বায় ৬ ফুট ১ ইঞ্চি। তার পায়ের দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি! কিন্তু এই লম্বা পা নিয়ে তেমন একটা ভাবেন না তিনি।

পড়েন উঁচু হিল।

এ জন্য রাস্তায় হাঁটার সময়ে অনেক অবাক নয়নে তাকিয়ে থাকেন, আবার অনেক উদ্ভট মন্তবও করেন। কিন্তু কোনোকিছু গায়ে নেন না তিনি। নেবেনই বা কেন? তিনি যে লম্বা পা-কে সমস্যা ভাবেন না।

তিনি বলেন, ‘আমি অনেক সময় এরকম শুনতে পাই, ‘তুমি কি বাস্কেট বল খেলো?’। এমন প্রশ্নে আলেক্সসান্দ্রার উত্তর, ‘না, আপনি কী মিনি-গলফ খেলেন?’ এরপর হাসাহাসি করে প্রশ্নের উত্তরে ক্ষান্ত দেন তিনি।

তবে পায়ে লম্বা হলেও শরীরের বাকি অংশটা অন্যান্যদের মতো। এ বিষয়টি নিজেই স্বীকার করেন তিনি। তার বক্তব্য, ‘মজার বিষয় হচ্ছে, পা বাদ দিলে আমি তেমন লম্বা নই। আমার শরীরের বাকি অংশ আমার গড়পড়তা লম্বা বন্ধুদের মতোই। ’

২০ বছর বয়সী আলেক্সসান্দ্রা মিউজিক্যাল থিয়েটার ও মডেলিং নিয়ে পড়াশোনা করছেন।

লম্বা পাধারী হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। আগামী বছর ‘মিস লংগেস্ট লেগস’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবছেন।

আলেক্সসান্দ্রা শুধু তার পরিবারের মধ্যে লম্বা নন। তার বোন লর্না রাইক্রোফটও প্রায় তার সমান লম্বা। তার ৫২ বছর বয়সী মা লিন্ডা ৫ ফুট ১১ ইঞ্চি।

অ্যানজেলস অ্যালিটের হয়ে কাজ করেন আলেক্সসান্দ্রা। এর সত্ত্বাধিকারী কারেন জ্যঁ কুকসনও প্রশংসা করেন আলেক্সসান্দ্রার লম্বা পায়ের। তিনি বলেন, ‘আলেক্স খুবই চমৎকার। তার বিস্ময়কর পায়ের কারণে জনতার ভিড়ে খুব সহজে তাকে আলাদ‍া করা যায়। কিন্তু তারপরেও সে ভালো নাচতে পারে এবং সুন্দর মডেল।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।