ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ে করছেন বিশ্বের সবচেয়ে মোটা লোকটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
বিয়ে করছেন বিশ্বের সবচেয়ে মোটা লোকটি

ঢাকা: একসময়ে বিশ্বের সবচেয়ে মোটা লোকটি এবার গাঁট ছড়া বাধছেন। ৫৩ বছর বয়সী ব্রিটিশ পল ম্যাসন বিয়ে করছেন তার দীর্ঘদিনের আমেরিকান গার্লফ্রেন্ড রেবেকা মাউনটেইনকে।

রেবেকা সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে পলকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবেই তিনি রাজী হয়ে যান।

৭০ স্টোন ওজন নিয়ে ( প্রায় ৪৪৪ কে.জি) তিনি একসময়ে বিশ্বের সবচেয়ে মোটা লোক নির্বাচিত হয়েছিলেন। এরমধ্যে ৪৮ স্টোন বা ৩০৪ কে.জি তিনি কমিয়ে ফেলেন। তবে বিয়ে করার আগে দ্রুত ওজন কমানোর ফলে যে অতিরিক্ত চামড়া দেহে রয়ে গেছে তা সার্জারির মাধ্যমে আগে ফেলে দিতে হবে। এনএইচএস সার্জারির মাধ্যমে তিনি দ্রুত ওজন কমাতে সমর্থ হন।

গত বছর এক ডকুমেন্টারিতে প্রথম পলকে দেখে প্রেমে পড়ে যান রেবেকা। তারপর অনলাইনে দু’জনের পরিচয়। বর্তমানে পলের ওজন প্রায় ১৪০ কে.জি। আর রেবেকার ৪৮ কে.জি।

বিয়ে তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ৪০ বছর বয়সী রেবেকা বলেছিলেন, বিয়ের আগে পলের জন্য আমাদের আরো অনেক কিছুই করার আছে।



বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।