ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইন শেখাবেন কয়েদি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
আইন শেখাবেন কয়েদি!

ঢাকা: আইনজীবীদের জেল আইন শেখাবেন কয়েদি! এ লক্ষ্যে জেলখানায় একটি কোর্স খুলেছেন ইতালির যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি মার্সেলো ডেল অ্যানা।

চলতি বছরের ২৪ জানুয়ারি থেকে মার্চের ২১ তারিখ পর্যন্ত এ ক্লাস চলবে।



ইতালির দক্ষিণাঞ্চলীয় সারদিনিয়া এলাকার এক জেলে থাকা ৪৬ বছর বয়সী এ কয়েদি এক সময় ইতালির মাফিয়া গোষ্ঠী ‘স্যাক্রা করোনা ইউনিটা’র নেতা ছিলেন।
 
২৩ বছর বয়সে অনেকগুলো হত্যা মামলার নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত হন সাবেক এ মাফিয়া বস।

তবে অতীতের সঙ্গে এখনকার অ্যানার তুলনা করলে ভুল করবেন। তিনি এখন একজন গ্র্যাজুয়েট।

কারাগারের খুব সীমিত সুযোগ কাজে লাগিয়ে জেল থেকেই ২০১২ সালে আইনশাস্ত্রে ডিগ্রি নেন উচ্চমাত্রার নিরাপত্তায় থাকা অ্যানা। ইতালির বিভিন্ন আইন বিষয়ক জার্নালে তার লেখাও প্রকাশিত হয়েছে।

কয়েদির আইন সেখানোর বিষয়টি সাড়া জাগিয়েছে আইনজীবীদের মধ্যেও। অনেক চাহিদা সত্ত্বেও কারাগারের স্থান স্বল্পতার কারণে অ্যানার ক্লাসে মাত্র ২০জন ‘শিক্ষার্থী’ অংশ নিতে পারবেন।

তবে চিন্তার কারণ নেই। আগ্রহীদের জন্য দূরশিক্ষণের ব্যবস্থাও করেছে কারাগার কর্তৃপক্ষ।

কোর্সটি চালুকরণে অ্যানাকে সাহায্যকারী আইনজীবী মনিকা মোরো বলেন, অ্যানা এখন সম্পূর্ণ পরিবর্তিত এক মানুষ। তিনি তার অতীতকে পেছনে ফেলে এসেছেন।

অ্যানার শিষ্যদের তালিকায় শুধু আইনজীবীই নন। আছেন কয়েদিও।
বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া ইতালীয় চলচ্চিত্র নির্মাতা পাওলো এবং ভিট্টোরিও তাভিয়ানির ‘সিজার মাস্ট ডাই’ ছবির দুই কয়েদি অভিনেতাও শিক্ষার্থী হিসেবে অ্যানার ক্লাসে উপস্থিত থাকবেন।  

কোর্সের জন্য অ্যানাকে কিছু সম্মানীও দেওয়া হবে বলে জানিয়েছেন মোরো।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।