ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিজের আগে জনতার নিরাপত্তা চাইলেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
নিজের আগে জনতার নিরাপত্তা চাইলেন কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল

ঢাকা: নিজের আগে জনতার নিরাপত্তা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, আমাকে নিরাপত্তা দেওয়া উচিত হবে না, আগে আম জনতার (আম আদমি) নিরাপত্তা দিতে হবে।

নিজের জন্য সর্বোচ্চ ‘জি’ ক্যাটাগরির নিরাপত্তা যখন চাইলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তখনই এমন কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এরইমধ্যে অখিলেশ যাদবের নিরাপত্তার জন্য তার ঘাজিয়াবাদের কাউশাম্বির বাড়িতে ৩০ জন নিরাপত্তা সদস্য দেওয়া হয়েছে। দুজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ছাড়াও তার বাড়ির বাইরে ২৪ ঘণ্টা ৮ পুলিশ সদস্য থাকবে।

ঘাজিয়াবাদে অবস্থানকালে তার গাড়ির সামনে পেছনে নিরাপত্তা বাহিনীর দুটি গাড়ি থাকবে।

কেজরিওয়ালের অজ্ঞাতেই তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিনধে।

রাজধানীর ভিআইপি সংস্কৃতি ‍অবসান ঘটনার বিষয়টি দুর্নীতিবিরোধী আম আদমি পার্টির (এএপি) নির্বাচনী ইশতেহারে ছিল। এরই অংশ হিসেবে সরকারি বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে উঠেননি এএপি প্রধান কেজরিওয়াল।

জনগণের ভোগান্তির কথা বা অভিযোগ শোনার জন্য ‘জনতার দরবার’ও খুলেছিলেন কেজরিওয়াল। কিন্তু জনতার চাপের কারণে এএপি প্রধান সোমবার ‘জনতার দরবার’ স্থগিত রাখার ঘোষণা দেন। তবে অনলাইনে বা চিঠির মাধ্যমে দিল্লিবাসী তাদের কথা জানাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।