ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অন্তর্বাস পরে ভ্রমণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
অন্তর্বাস পরে ভ্রমণ!

ঢাকা: প্রতি বছরের মতো এবারও হয়ে গেলো ‘নো প্যান্টস সাবওয়ে রাইড’ (প্যান্ট ছাড়া মেট্রো ট্রেনে ভ্রমণ)।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ‘নো প্যান্টস সাবওয়ে রাইড’ উদযাপনে মেট্রো ট্রেন বা সাবওয়ে যানে যাত্রীদের অধিকাংশের শরীরের নিম্নভাগে পরনে শুধু ছিল অন্তর্বাস।

শরীরের ওপরের অংশে ছিল স্বাভাবিক পোশাক ছিল। পায়ে ছিল জুতা বা স্যান্ডেল।

উইকিপিডিয়া থেকে জানা যায়, এ কর্মসূচির আয়োজক ‘ইমপ্রোভ এভরিহোয়ার’। এ কর্মসূচি ‘নো প্যান্টস ডে’ বা ‘নো ট্রাউজারস ডে’ নামেও পরিচিত।

এ কর্মসূচি বছরে দুই বার হয়। একবার জানুয়ারিতে ও পরেরটি মার্চে। ‘প্যান্ট ছাড়া ভ্রমণ’ সাধারণত রোববার হয়ে থাকে। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিনব এ ভ্রমণের সূচনা। সূচনাদিনে মাত্র ৭ জন অংশ নিলেও এবার বিশ্বের অনেকে যোগ দেয় উদ্ভট এ কর্মসূচিতে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য নিয়ম খুবই সাদামাঠা। আগ্রহীদের নির্ধারিত স্থানে জড়ো হতে হয়। নির্দেশনামতে ছোট ছোট গ্রুপে ভেঙে মেট্রো ট্রেনে বা যানে গিয়ে উঠেন।

তারা এমন ভাব দেখান যে, একে অপরকে তারা চেনেন না। এমনকি কথাও বলেন না তারা। অংশগ্রহণকারীরা এও ভাব দেখান, মনে হয় তার পরনে প্যান্ট আছে।

অংশগ্রহণকারীদের শিখিয়ে দেওয়া হয়, ‘যদি কেউ বলে এই তোমার প্যান্ট কই? তাহলে এর উত্তর অত্যন্ত নরম সুরে বলতে হবে, ‘ওহ! প্যান্ট পরতেই ভুলে গেছি!’

সহযাত্রীর কৌতূহল জাগানো বা হাসাতেই এই উদ্ভট কর্মসূচির উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।