ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে প্রস্তুত রাহুল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে প্রস্তুত রাহুল রাহুল গান্ধী

ঢাকা: ভারতের আসন্ন জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাসীন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

মঙ্গলবার হিন্দিভাষী ‘দৈনিক ভাস্কর’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।



আগামী শুক্রবার আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থী ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)। ঠিক তার দু’দিন আগে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে নিজের মানসিক প্রস্তুতির কথা জানিয়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীপুত্র ও ইন্ধিরা গান্ধীর দৌহিত্র রাহুল।

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল বলেন, দল তাকে যে দায়িত্বই দিক, তিনি তা পালন করতে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, আমি কংগ্রেসের একজন সৈন্য। দলের যেকোনো সিদ্ধান্ত মেনে চলতে প্রস্তুত আমি। কংগ্রেস আমাকে যা করতে বলে আমি তা-ই করতে প্রস্তুত...।

প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে দলের জ্যেষ্ঠ নেতারাই সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ক’দিন আগেই প্রধানমন্ত্রী হওয়ার সব যোগ্যতা রাহুল গান্ধীর রয়েছে মন্তব্য করে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদে সোনিয়াপুত্রের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট করে দেন বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া, তিনি নিজেও পরবর্তী প্রধানমন্ত্রী পদে লড়বেন না বলে ঘোষণা দেন।

ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) পক্ষ থেকে আগামী নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে, এ নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

শুক্রবার দিল্লিতে বিশেষ বৈঠকে বসছে কংগ্রেস। ধারণা করা হচ্ছে, সেখানেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ইউপিএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।