ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়িতে বাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
গাড়িতে বাড়ি!

ঢাকা: ছুটিতে কোথাও বেড়াতে যাবেন, পরিকল্পনা করছেন। ভিন দেশে বা নিজ দেশের সৌন্দর্য উপভোগ করবেন।

বাজেট বেশি থাকলে উঠবেন বিলাসবহুল হোটেলে, ঘুরবেন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে।

হোটেল সহজে খুঁজে পেলেও গাড়ি পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হয়। হয়ত হোটেল কর্তৃপক্ষ আপনাকে গাড়ির ব্যবস্থা করে দেবে, নয়ত করতে হবে নিজের দায়িত্ব।

কিন্তু গাড়ি-বাড়ি এক সঙ্গে ব্যবস্থা থাকলে কেমন হয়? যেখানে গাড়ি যাবে সেখানেই থাকবে বাড়ি! হ্যাঁ, যুক্তরাজ্যের ভ্রমণ পিপাসুদের সুবিধার কথা ভেবে এমন বাসেরও ব্যবস্থা রয়েছে।



ওই বাসে পাবেন সাত তারকা হোটেলের সব-সুযোগ সুবিধা। রান্না-বান্নার জন্য বাসেই থাকেন সেফ। ২৪ ঘণ্টা পাবেন ওয়েটার সুবিধা। আলমারি, কিচেন, বাথরুম, ঘুমানোর ঘরসহ বাড়ির সবকিছু সুযোগ-সুবিধা রয়েছে গাড়িটিতে। বাসটির শয়ন কক্ষে সর্বোচ্চ ৪ জনের ঘুমানোর ব্যবস্থা রয়েছে।



ব্রিটিশ এক ব্যবসায়ীর মালিকানাধীন বাসটির নাম দেওয়া হয়েছে ‘আইকন এক্সপেরিয়েন্সেস’। এসব সুযোগ-সুবিধার ভিত্তিতে ৫০০ বর্গ ফুটের বাসটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় গাড়ি।



আইকনের মালিক অ্যান্ড্রু মরিস। তিনি আইকনকে ইতিহাসের জীবিত টুকরা হিসেবে মনে করেন। তিনি জানান, মিলিয়ন ডলার ব্যয়ে প্রথম নির্মিত গাড়ি এটি।

তিনি জানান, প্রথমত যুক্তরাজ্য ও ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে ভাড়া দেওয়া হয় আইকন। কিন্তু ভ্রমণ পিপাসুদের পছন্দের স্থানেও যেতে তাদের কোনো আপত্তি নেই।



ওই বাসে ভ্রমণ করলে সাক্ষাৎ মিলবে ফর্মলা ওয়ান রেসারদের সঙ্গে। চালকের আসনে থাকেন ফর্মলা ওয়ান চ্যাম্পিয়ন জেনসন বাটন। এর আগে জ্যাক ভিলে নুভের হাতে ছিল গাড়ির স্ট্রিয়ারিং।

আসল কথাই বলা হয়নি। আইকন প্রাসাদে কাটাতে হলে ভ্রমণপিপাসুদের প্রতি রাতে ভাড়া দিতে হবে ৮ হাজার পাউন্ড।

বাংলাদেশ সময়:  ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।