ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে এবার ড্যানিশ নারীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
দিল্লিতে এবার ড্যানিশ নারীকে গণধর্ষণ

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার একজন ড্যানিশ নারী গণধর্ষণের শিকার হলেন। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ৫১ বছর বয়সী ওই নারী দিল্লিতে পর্যটক হিসেবে এসেছিলেন।

মঙ্গলবার রাতে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একদল দুর্বৃত্ত তাকে ছুরির মুখে ধর্ষণ করেন। পুলিশ ঘটনা তদন্ত করছে।    

ধর্ষণের শিকার ওই নারী বুধবার সকালে কোপেনহেগেনের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন। ২০১২ সালে দিল্লিতে বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ এবং হত্যার পর ভারতসহ সারাবিশ্বে তোলপাড় শুরু হয়। গত বছরের মার্চে মধ্যপ্রদেশে এক সুইস নারীও গণধর্ষণের শিকার হয়েছিলেন। এজন্য জুলাইয়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

ঘটনার শিকার ড্যানিশ নারী পুলিশকে জানায়, এক সপ্তাহ ধরে তিনি ভারত ভ্রমণ করছেন। আগ্রা সফরের পর তিনি মঙ্গলবার নয়াদিল্লিতে পৌছান। নয়াদিল্লিতে তিনি হোটেল আমাক্সে ওঠেন। তারপর বিকেলে ভারতের জাতীয় জাদুঘর দেখার জন্য বের হন। সন্ধ্যায় হোটেলে ফেরার সময় তিনি পথ হারিয়ে ফেলেন। পথচারীদের জিজ্ঞেস করে হোটেলের রাস্তা খুঁজছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে।

ওই নারীর ভাষ্যমতে, নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে ওই দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তার অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর তিনি কোনোমতে হোটেলে পৌছে পুলিশ ও ভারতস্থ ড্যানিশ দূতাবাসকে বিষয়টি জানান।

পুলিশের মুখপাত্র রঞ্জন ভগত বিবিসিকে জানান, তারা আমাক্স হোটেলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে তারা কাউকে গ্রেফতার করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।