ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতকে ৩ মূর্তি ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
ভারতকে ৩ মূর্তি ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ঢাকা: ভারতের একটি মন্দির থেকে পাচার হয়ে যাওয়া বেলে পাথরের প্রাচীন তিনটি মূর্তি ভারতকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।  

গৃহপরিচারিকার ভিসা জালিয়াতির অভিযোগে নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে গ্রেফতারের প্রেক্ষাপটে দু’দেশের সম্পর্কের টানাপোড়েনের পর এ হস্তান্তরের ঘটনা ঘটলো।



প্রায় দেড় মিলিয়ন ডলার মূল্যের প্রাচীন এ ভাস্কর্যগুলো ফিরিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিউইয়র্কে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল দিনেশ্বর মলয়।

তিনি বলেন, ভাস্কর্যগুলো ফিরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যে সময় ও শ্রম দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অপরদিকে দু’দেশের মধ্যকার ‘চমৎকার সহযোগিতাই’ অমূল্য এ প্রাচীন নিদর্শনগুলো খুঁজে পেতে এবং ফিরিয়ে দিতে সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সহযোগী পরিচালক জেমস দিনকিনস।

কোনো জাতির সাংস্কৃতিক উত্তরাধিকার চুরি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মার্কিন এ নিরাপত্তা কর্মকর্তা।  
একাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়কালের বেলে পাথরের তৈরি এ ভাস্কর্যগুলো যুক্তরাষ্ট্রে নিলামে তোলা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে কোনোরূপ অচলাবস্থা নেই মর্মে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের মন্তব্যের কিছুদিন পর এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/এএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।