ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৯ স্কুল শিক্ষার্থীসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৯ স্কুল শিক্ষার্থীসহ নিহত ২১

ঢাকা: পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধ প্রদেশে একটি স্কুল ভ্যানের সঙ্গে মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ স্কুল শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার করাচির ২৭০ কিলোমিটার উত্তরে নাওয়াবশাহর কাছে কাজী আহমেদ লিংক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় স্কুল ভ্যানটি সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে যায়।

নিহত শিক্ষার্থীদের সবাই দৌলতপুরের ব্রাইট ফিউচার স্কুলের পরীক্ষার্থী ছিল। শিক্ষার্থীরা স্কুলবাসে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনায় ঘটে।

জিও নিউজ জানিয়েছে, নিহত ১৯ শিশুর মধ্যে সবারই বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। সড়ক দুর্ঘটনায় স্কুল ভ্যানের চালকও নিহত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক ট্রাকটির চালককে গ্রেফতার করেছে।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৬,  ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।