ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পঞ্চাশ ছুঁলেন মিশেল ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
পঞ্চাশ ছুঁলেন মিশেল ওবামা

ঢাকা: উনপঞ্চাশ পেরিয়ে পঞ্চাশে পা দিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা। শুক্রবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের পত্নীর ৫০তম জন্মদিন।



১৯৬৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা তৃতীয় ফ্রেজার রবিনসন ও মা মারিয়ান শিল্ডসের ঘর আলোকিত কর‍া মিশেল ল্যভাগন রবিনসন বেড়ে ওঠেন শিকাগো শহরে।

১৯৯২ সালে ডেমোক্রেট পার্টির রাজনীতিক বারাক হোসেন ওবামাকে বিয়ে করেন মিশেল। দীর্ঘ প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনে মিশেল ও ওবামা দম্পতি মালিয়া এবং শাসা নামে দুই কন্যা সন্তানের জনক।

প্রিন্সটন ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আইনে ডিগ্রি অর্জন করা পেশায় আইনজীবী মিশেল নিজে রাজনীতিতে না জড়ালেও ইলিনয় রাজ্যের সিনেটরকে বিয়ে করার পর আলোচনায় আসেন তিনি। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফার্স্ট লেডি খেতাব পান মিশেল।

নিজের ৫০ বছরে পা দেওয়ার প্রসঙ্গে মিশেল বলেন, এটা অবিশ্বাস্য!

সম্প্রতি প্যারেড ম্যাগাজিনকে নিজের পঞ্চাশ বছরে পা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি কখনোই অতি আত্মবিশ্বাসী ছিলাম না, আমি সবসময় নিজেকে একজন সাধারণ নারীর মতোই ভেবেছি, নিজের কর্তব্য পালনের চেষ্টা করে গেছি।

প্রেসিডেন্ট ওবামার আনন্দ-বেদনার মুহূর্তে আশ্রয় হয়ে থাকা মিশেলের জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।