ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে পদদলিত হয়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
মুম্বাইয়ে পদদলিত হয়ে নিহত ১৮

ঢাকা: ভারতের মুম্বাইয়ে শনিবার সকালে পদদলিত হয়ে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। শনিবার রাত ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।



দাউদি বোহরার আধ্যাত্মিক নেতা সৈয়দনা মোহাম্মেদ বুরহানুদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হওয়া জনতার হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ইন্তেকাল করেন বুরহানুদ্দিন।  

ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দাফনের আগে সাইফি মহলে বুরহানুদ্দিনের মরদেহ রাখা হয়েছিল। সেখানে দাউদি বোহরা সম্প্রদায়ের হাজার হাজার লোক সমবেত হয়েছিলেন। শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর সময় কোনো কারণে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে পদদলিত হওয় ১৮ জনের মৃত্যু ও  অনেকে আহত হন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।