ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের মন্ত্রী শশী থারুরের পরকীয়া, স্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
ভারতের মন্ত্রী শশী থারুরের পরকীয়া, স্ত্রীর মৃত্যু

ঢাকা: পাকিস্তানের এক নারী সাংবাদিকদের সঙ্গে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের পরকীয়া খবর চাউর হওয়ার দুদিনের মাথায় তার স্ত্রী সুনন্দা পুশকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির একটি হোটেল থেকে সুনন্দার মরদেহ উদ্ধার করা হয়।



ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্মেলনে যোগ দিয়ে লীলা হোটেলে বিকেলে ফেরার পর বিছানায় সুনন্দাকে ‍মৃত ‍অবস্থায় দেখতে পান। বলা হচ্ছে, সরকারি বাংলোয় চুনকামের কাজ চলায় তারা হোটেল উঠেছিলেন।

সুনন্দার মৃত্যুর বিষয়টি ভারতের মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শশী থারুরের একান্ত সচিব পুলিশকে অবগত করে।

গত কয়েকদিন ধরে টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পাকিস্তানি সাংবাদিক মেহের তারার সঙ্গে শশীর প্রেমের গুঞ্জন ছড়ায়। এমনকি সুনন্দা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন-এমন খবরও বেরোয়। তবে এ গুঞ্জন বৃহস্পতিবার নাকচ করে দিয়েছিলেন শশী-সুনন্দা। ‍তারা বলেছিলেন, সুখেই তাদের দিন কাটছে।

প্রাথমিকভাবে সুনন্দার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলেছে পুলিশ। শনিবার লাশের ময়না তদন্ত করা হবে। শুক্রবার রাতে হোটেলে শশী ও তার একান্ত সচিবকে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

২০১০ সালে সাবেক দুবাইভিত্তিক ব্যবসায়ী সানন্দাকে বিয়ে করেন কেরালার থিরুভান্থাপুরামের বিধান সভার সদস্য। কমিউনিস্ট শশী থারর জাতিসংঘের কমিউনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০০৭ সালে জাতিসংঘের মহাসচিব নির্বাচনে বান কি মুনের কাছে পরাজিত হওয়ার পর পদ থেকে ইস্তফা দেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার পর ২০০৯ সালে তাকে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কেলেঙ্কারির দায়ে এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে পদত্যাগ করতে হয়।
 
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা/আপডেটেড: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।