ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আইএমএফ ও জাতিসংঘ কর্মকর্তাসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
কাবুলে আইএমএফ ও জাতিসংঘ কর্মকর্তাসহ নিহত ২১

ঢাকা: ‌আফগানিস্তানে বোমা হামলায় আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এক সিনিয়র কর্মকর্তা ও জাতিসংঘের চার কর্মচারীসহ ২১ জন নিহত হয়েছেন। বিবিসি অনলাইন জানায়, দেশটির রাজধানী কাবুলে একটি রেস্টুরেন্টে শুক্রবার আত্মঘাতী হামলায় এই নিহতের ঘটনা ঘটে।



আইএমএফ এর নিহত কর্মকর্তার নাম ওয়াবেল আব্দুল্লাহ। তিনি আইএমএফ আফগানিস্তানের প্রধান ছিলেন। এছাড়া কাবুলের টাভারনা ডু লিভান অঞ্চলে হামলায় জাতিসংঘের চার বেসামরিক কর্মকর্তাও নিহত হয়। এই ঘটনাকে ‘ভয়ঙ্কর হামলা’ উল্লেখ করে  নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

নিহতদের বাকিরা কানাডা, লেবানন এবং ব্রিটেনের নাগরিক। হামলার দায় স্বীকার করেছে তালেবান।

যে রেস্টুরেন্টে হামলা হয় সেটি বিদেশি কূটনীতিক, এনজিও ও দাতা সংস্থার কর্মকর্তাদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। হামলার সময় তারা সেখানে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় এক আত্মঘাতী হামলাকারী রেস্টুরেন্টের বাইরে দরজার সামনে প্রথমে বোমার বিস্ফোরণ ঘটায়। তারপর দুজন বন্দুকধারী ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।