ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর হাসপাতালে শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর হাসপাতালে শশী থারুর

ঢাকা: স্ত্রীর মৃত্যুর পর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। পাকিস্তানের এক নারী সাংবাদিকদের সঙ্গে শশী থারুরের পরকীয়া খবর চাউর হওয়ার তার স্ত্রী সুনন্দা পুশকারের রহস্যজনক মৃত্যু হয়েছে।



শুক্রবার সন্ধ্যায় দিল্লির একটি হোটেল থেকে সুনন্দার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ওই হোটেলের কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করে তদন্ত করছে।

শনিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ৫৭ বছর বয়সী থারুকে ভর্তি করানো হয়। তার কয়েক ঘণ্টা পরে এখানেই পুশকারের লাশের ময়নাতদন্ত করা হবে।

দিল্লির হাসপাতালের মুখপাত্র বিবিসি অনলাইনকে জানান, সকালে থারুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।