ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় ১৫ নিরাপত্তা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
পাকিস্তানে বোমা হামলায় ১৫ নিরাপত্তা সদস্য নিহত

ঢাকা: পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের বানু জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বহরকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।

হতাহতদের প্রায় সবাই সেন‍া ও ফ্রন্টিয়ার কর্পস (নিরাপত্তা) বাহিনীর সদস্য।

দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন জানিয়েছে, বানু জেলার চান্ট এলাকার রাজমাক গেটে ফ্রন্টিয়ার কর্পস ও সেনাবাহিনীর সদস্যদের গাড়িবহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর এই সদস্যরা বানু জেলা থেকে উত্তর ওয়ারিজিস্তানের মিরামশাহ এলাকায় যাচ্ছিলেন।

জরুরি ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

উদ্ধারকারী সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। হামলার ধরনে মনে করা হচ্ছে, আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

তবে, এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।