ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতায় থাকতে অনড় আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
ক্ষমতায় থাকতে অনড় আসাদ

ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার পদত্যাগের কোনো ইচ্ছা নেই এবং এ ইস্যুটি আগামী সপ্তাহের শান্তি আলোচনার বিষয় নয়।

তিনি বলেন, ‘আমরা যদি আত্মসমর্পণ করি ‍তাহলে প্রথম থেকেই আমাদের সমর্পণ করতে হবে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোয় রাশিয়ার সংসদ সদস্যদের এমন কথাই বলেছেন আসাদ।

আগামী সপ্তাহে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার সরকার, বিরোধী ও পশ্চিমাদের বৈঠক হবে।

সম্ভাব্য অন্তর্বর্তী সরকারের ব্যাপারে জেনেভার আলোচনায় বসার শর্ত হিসেবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবি করেছিল বিরোধীরা। তবে বিদ্রোহীদের প্রধান সংগঠন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল শনিবার আলোচনায় যোগ দেওয়ার ঘোষণা দেয়।

আলোচনার মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘ বিদ্রোহীদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর পর এক লাখের বেশি লোক নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।