ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পানির নিচে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
পানির নিচে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব!

ঢাকা: প্রেমিকার মন জয় করতে ছেলেরা কত কিছুই না করে। প্রেমিকার কাছে নিজেকে অন্যান্য ছেলের চেয়ে আলাদা করে উপস্থাপনের চেষ্টার কোনো কমতি থাকে না তাদের।

বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন অ্যান্থনি টেইলর। প্রেমিকাকে পানির নিচে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

তবে লোকচক্ষুর আড়ালে হোক বা অভিনব কায়দায় হোক তার এ প্রস্তাব প্রেমিকা স্টিফানি ওয়ালকারের জন্য যথেষ্ট বিপত্তি টেনে এনেছিল।

স্টিফানিকে নিয়ে অ্যান্থনি ১২ মিটার পানির নিচে স্কুবা ডাইভিংয়ে নামেন। মাছের ঝাকের নির্বিঘ্ন চলাচল উপভোগ করতে করতে স্টিফানিকে অ্যান্থনি প্রস্তাব দেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’

ব্যতিক্রমী পরিবেশে বিয়ের প্রস্তাব পেয়ে আশ্বর্য হয়ে যান স্টিফানি। তার মাস্কে পানিতে ভরে যায় এবং বাতাসের বুদ্বুদ তৈরি হয়। ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন তিনি।

ভাগ্যিস সঙ্গে গাইড ছিলেন। স্টিফানির ওই অবস্থা দেখে গাইড সঙ্গে সঙ্গে মাস্ক ঠিক করে দেন। স্টিফানি স্বাভাবিক অবস্থায় ফিরলে আংটি পরানোর কাজটিও সেরে ফেলেন অ্যান্থনি।

তবে ব্রিটিশ এ জুটি বিয়ে করছেন আগামী বছর। এরই মধ্যে বিয়ের পোশাকও ফ্রি পেয়েছেন তারা। অ্যান্থনির ‘সৃষ্টিশীল’ প্রস্তাবের কারণে বার্মিংহাম ব্রাইডাল হাউজ আইজ্যাক চালর্স থেকে তারা পেয়েছেন এ পোশাক।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।