ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৬

ঢাকা: আবারো উত্তপ্ত হয়ে উঠছে ইরাক। নতুন বছরের শুরুতেই একের পর এক হামলায় প্রকম্পিত হচ্ছে বাগদাদ।

সম্প্রতি বোমা হামলায় প্রায় অর্ধশত লোক নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই আবার বাগদাদে বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

 দেশটির পুলিশের বরাত বিবিসি অনলাইন এক খবরে এ তথ্য জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ডিসেম্বরে হামলায় ইরাকে ৭৫৯ জন নিহত হন। আর চলতি জানুয়ারি মাসের এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৫০ জন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।