ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বসবাসের অযোগ্য নগরীর তালিকায় ঢাকা শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
বসবাসের অযোগ্য নগরীর তালিকায় ঢাকা শীর্ষে ছবি: জনি/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবার বিশ্বে সবচেয়ে বসবাসের অযোগ্য নগরী হিসেবে শীর্ষস্থান দখল করেছে ঢাকা। এর আগে এই স্থানে ছিল সিরিয়ার গোলযোগপূর্ণ দামেস্ক শহর।

এবার তালিকায় দামেস্কের কোন নাম নেই।

ইকোনমিস্ট  ইনটেলিজেন্স ইউনিটের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। প্রতিবছর বিশ্বব্যাপী সবচেয়ে বসবাসের উপযুক্ত বা বসবাসের অযোগ্য কিংবা বিপজ্জনক নগরীর তালিকা প্রকাশ করে সংগঠনটি। মঙ্গলবার ব্রিটেনের দ্য টেলিগ্রাফ এই খবর প্রকাশ করে।
mega-city-1
তালিকায় এসব নগরীর অপরাধের মাত্রা, হুমকি, স্বাস্থ্যসেবা, সেন্সরশিপের মাত্রা, তাপমাত্রা ও স্কুল ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এ জরিপ করা হয়।

মোট ১০০ সূচকের ওপর ভিত্তি করে রেটিং প্রকাশ করেছে সংগঠনটি। ঢাকার রেটিং ৩৮.৭।

২. তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবাই (৩৮.৯)  
৩. তৃতীয় অবস্থানে নাইজেরিয়ার লাগোস (৩৯)।
৪. চতুর্থ স্থানে জিম্বাবুয়ের হারারে (৩৯.৪)।
৫. পঞ্চম অবস্থানে আলজেরিয়ার আলজিয়ার্স (৪০.৯)।
৬. ষষ্ঠ স্থানে পাকিস্তানের করাচি (৪০.৯)।
৭. সপ্তম স্থানে লিবিয়ার ত্রিপোলি (৪২.৮)।
৮. অষ্টমে ক্যামেরুনের দৌআলা (৪৩.৩)।
৯. নবম স্থানে ইরানের তেহরান (৪৫.৮)।
১০. দশম স্থানে আইভরিকোস্টের আবিদজান (৪৫.৯)।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।