ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে অভিযানে তালেবান কমান্ডার রশিদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
পাকিস্তানে অভিযানে তালেবান কমান্ডার রশিদ নিহত

ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানের একটি দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিমান হামলায় তালেবান কমান্ডার আদনান রশিদ নিহত হয়েছেন। রশিদ সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ওপর হামলার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি।

গত বছর দেরা ইসমাইল খান কারাগারে হামলা চালিয়ে ১৭০ বন্দি ছিনতাইয়ের ঘটনায়ও তাকে প্রধান পরিকল্পনাকারী মনে করা হয়।

বুধবার দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে রশিদ নিহত হওয়ার দাবি করা হয়েছে। তবে, মঙ্গলবারের এই সেনা অভিযানে কমান্ডার নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়েছে তালেবান।

একাধিক সূত্রের বরাত ‍দিয়ে জিও নিউজ জানায়, মঙ্গলবার সকালে উত্তর ওয়ারিজিস্তানের মির আলী এলাকায় জঙ্গিদের গোপন স্থাপনা ও আস্তানা লক্ষ্য করে হামলা চালায় সেনাবাহিনীর বিমান ও হেলিকপ্টার। এতে জঙ্গিদের আস্তানা ও স্থাপনা গুড়িয়ে যায় এবং ৪০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়।

সেনাবাহিনীর একটি গোপন সূত্র জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী রশিদের সম্ভাব্য অবস্থানস্থল লক্ষ্য করেই এ অভিযান পরিচালিত হয়েছে।

পাক সংবাদ মাধ্যমগুলো জানায়, ২০০৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত করে রশিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেবার গ্রেফতারের পর থেকে বানু কারাগারেই বন্দি ছিলেন তিনি। তবে, ২০১২ সালে জঙ্গিরা কারাগারে হামলা চালালে রশিদ ও তার সহযোগী ৪০০ বন্দি পালিয়ে যায়। এছাড়া, ২০১৩ সালে দেরা ইসমাইল খান কারাগারে হামলা চালিয়ে ১৭০ বন্দি ছিনতাইয়ের ঘটনায়ও রশিদকে প্রধান পরিকল্পনাকারী মনে করা হয়।

উল্লেখ্য, তালেবানদের প্রতি নওয়াজ শরিফের নমনীয় মনোভাবের কারণে তার ক্ষমতাগ্রহণের পর জঙ্গি হামলা তুলনামূলকভাবে কমে আসে দেশটিতে।

তবে, সম্প্রতি সেনাপ্রধান হিসেবে জেনারেল রাহেল শরিফ দায়িত্বগ্রহণের পর তালেবানদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন। ইতোমধ্যে বেশ ক’টি অভিযান চালানোও হয়েছে।

প্রতিক্রিয়া হিসেবে সম্প্রতি আবারও দেশটির সেনা, সীমান্তরক্ষী বাহিনীসহ নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে জঙ্গিরা। তবে, এই প্রতিক্রিয়াকে ক্ষণস্থায়ী দাবি করে পাক সেনাবাহিনীর নীতি নির্ধারণী পর্যায় মনে করছে, সন্ত্রাস নির্মূলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।