ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ল্যাংকাস্টার ইউনিভার্সিটিতে মাতাল হলেই জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
ল্যাংকাস্টার ইউনিভার্সিটিতে মাতাল হলেই জরিমানা!

ঢাকা: কোনো শিক্ষার্থী মাতাল অবস্থায় আটক হলে দুইশ’ পাউন্ড জরিমানা আদায় করার বিধান জারি করেছে যুক্তরাজ্যের ল্যাংকাস্টার ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক‍াসক্তি প্রতিরোধে এই বিধান জারি করলো প্রতিষ্ঠানটি।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে মাদকগ্রহণ ও এর তিক্ত প্রতিক্রিয়া প্রতিরোধে ল্যাংকাস্টারের মতো বিধান জারি করতে যাচ্ছে যুক্তরাজ্যের আরও ক’টি বিশ্ববিদ্যালয়।

ল্যাংকাস্টার কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ক‍াউকে মাতাল অবস্থায় আটক করা হলে তাকে ২০০ পাউন্ড পরিশোধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের শুনানির মুখোমুখি হতে হবে।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইমেইলে এ সংক্রান্ত উড়োবার্তা যাওয়ার পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ইউনিভার্সিটির একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে হাফিংটন পোস্ট জানিয়েছে, ইতোমধ্যে ‘মাতলামিবিরোধী অভিযান’ শিরোনামে একটি ইমেইল করে এই নিষেধাজ্ঞার কথা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।