ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পঞ্চায়েতের নির্দেশে তরুণীকে গণধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
ভারতে পঞ্চায়েতের নির্দেশে তরুণীকে গণধর্ষণ!

ভিন্ন ধর্মাবলম্বীর সঙ্গে প্রেম করার কারণে ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের নির্দেশে এক ২০ বছরের তরুণীকে গাছের সঙ্গে বেধে গণধর্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত সোমবার রাতে কোলকাতা থেকে ১৮০ কিলোমিটার দূরে বিরভূম জেলার একটি গ্রামে।

এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে পঞ্চায়েতের পক্ষ নিয়েছে গ্রামবাসী। তারা বলছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। উপরন্তু পুলিশে রিপোর্ট করার কারণে তরুণীটির ওপর ক্ষিপ্ত হয়েছে তারা। এদিকে তরুণীটি গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছে হাসপাতালে।

মেয়েটি তার অভিযোগে বলেছে, গ্রামের মোড়ল সবাইকে ডেকে তাকে ‘উপভোগ’ করার নির্দেশ দেন। এরপর ১০-১২ জন পুরুষ তার ওপর হামলে পড়ে এবং একের পর এক ধর্ষণ করতে থাকে।

‘আমি নিজেও জানিনা কতবার তাদের ধর্ষণের শিকার হয়েছি,’ বলেছে মেয়েটি।

পুলিশ জানায় ঘটনার রাতে গ্রামের বয়োবৃদ্ধরা তরুণীটিকে ও তার প্রেমিককে ডেকে পাঠায়। পরে তাদের দুইজনকে শক্ত করে গাছের সঙ্গে বেধে ফেলে এবং প্রেমের সম্পর্কের জন্য তাদের উভয়ের কাছ থেকে ২৫ হাজার রুপি করে দাবি করে।

কিন্তু পরিবারের পক্ষ থেকে এই অর্থ পরিশোধ অসম্ভব ছিলো।

এরপরই মোড়লের নির্দেশে শুরু হয় ধর্ষণ।

শেষে বিষয়টি যাতে পুলিশ না জানতে পারে সে কথা বলে শাসিয়ে দেওয়া হয়। কিন্তু পরিবারের সদস্যরা মেয়েটিকে নিয়ে পুলিশে মামলা ঠুকে দেয়।

পুলিশ পরে গ্রামে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মেয়েটির অবস্থা গুরুতর হলেও সে এখন বিপদমুক্ত। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই যথেষ্ট শক্তসামর্থ হওয়ায় সে টিকে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।