ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে রুয়ান্ডা গণহত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১
জার্মানিতে রুয়ান্ডা গণহত্যার বিচার শুরু

ফ্রাংকফুর্ট: রুয়ান্ডার একজন সাবেক মেয়রকে তার দেশে গণহত্যার অভিযোগে মঙ্গলবার জার্মানির আদালতে বিচারের সম্মুখীন করা হয়েছে। তিনি ১৯৯৪ সালে গণহত্যার সময় তিনটি ঘটনায় তুতসি আদিবাসীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন ।

জার্মানিতে এ ধরনের বিচার এটাই প্রথম।

অভিযুক্ত ওনেসফোরে রুয়াবোকোম্বে (৫৪)-এর বিরুদ্ধে গণহত্যা, এতে উস্কানি দেওয়া ইত্যাদির কারণে ফ্রাংকফুর্টের পশ্চিমাঞ্চলীয় শহরের একটি উচ্চ আদালতে এই বিচারের মুখোমুখি করা হয়েছে।

আইনজীবী ক্রিশ্চিয়ান রিটসার আদালতে অভিযোগপত্র পড়ে শুনান। অভিযোগপত্রে ছিল, ‘১৯৯৪ সালের ১১ ও ১৫ এপ্রিল অভিযুক্ত ব্যক্তি তিনটি নৃশংস হত্যার নির্দেশ দেন এবং এতে সহায়তা করেন। তার এই নির্দেশের ফলে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সংখ্যলঘু তুতসি জাতিগোষ্ঠীর তিন হাজার ৭৩০ জন লোক নিহত হয়। ’

রুয়াবোকোম্বে উত্তরপশ্চিমাঞ্চলীয় রুয়ান্ডার শহর মুভুম্বার মেয়র ছিলেন। তিনি জার্মানিতেও বেশ কয়েক বছর ধরে আছেন। গত বছর জুলাইয়ে জার্মান পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই মাসের ২৯ তারিখে ফ্রাংকফুর্টের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের অক্টোবর পর্যন্ত এই বিচারকার্য চলবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হবে।

রুয়ান্ডা এবং জার্মানি উভয় দেশের আইনজীবীরা তাকে ১৯৯৪ সালে গণহত্যার জন্য অভিযুক্ত করছেন। এই গণহত্যায় আট লাখ মানুষ নিহত হয়েছিলেন যার মধ্যে বেশিরভাগই ছিলেন তুতসি জাতিগোষ্ঠীর।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।