ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
ইসরায়েলে মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ

ঢাকা: ইসরায়েল দাবি করেছে, তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও অন্যান্য স্থাপনায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে তারা।

দূতাবাসে  আত্মঘাতি বোমা হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত’ পর্যায়ে চলে গিয়েছিল বলে দাবি ইসরায়েলি কর্মকর্তাদের।



বোমা হামলা, গুলি করা, অপহরণ ও অন্যান্য হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন প্যালেস্টাইনিকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট জানিয়েছে, সন্দেহভাজনদের গাজা উপত্যাকাভিত্তিক গোষ্ঠী নিয়োগ দিয়েছে। ওই গোষ্ঠী আল-কায়েদা নেতা আইমান আল জাওয়াহরি অনুসারী।

আটকদের দুজন জেরুজালেমের ও একজন পশ্চিম উপত্যাকার বলে জানিয়েছে শিন বেট গোয়েন্দা সংস্থা। ৎ

তবে ইসরায়েলের এ দাবিকে ‘বানোয়াট বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের জন্য সশস্ত্র লড়াইকারীদের সংগঠন হামাস।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।