ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছেলের বিরুদ্ধে বাবার মানহানি মামলা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
ছেলের বিরুদ্ধে বাবার মানহানি মামলা!

ঢাকা: অন্য সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করায় একমাত্র ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন এক বাবা। ছেলের বিয়ে তার যশ-খ্যাতি ও সামাজিক অবস্থানকে মাটির সঙ্গে মিশে দিয়েছে বলে অভিযোগ ওই বাবার।


এ মানহানির জন্য পুত্র সুশান্ত জাসুর কাছে এক লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন সিধনাথ শর্মা। ছেলে যেন পারিবারিক পদবী ব্যবহার করতে না পারে সেটাও আদালতে তুলেছেন ভারতের বিহার রাজ্যের এ বাসিন্দা।
এ বিষয়ে আগামী সপ্তাহে আদালতে শুনানি হবে।

পেশায় আইনজীবী সিধনাথ ভূমিহার সম্প্রদায়ের। তিনি বলেছেন, বছরের পর বছর ধরে নিজের সম্প্রদায়ের মধ্যে পারিবারিক আয়োজনে বিয়ের প্রথা চলে আসছে। কিন্তু যখন আমার একমাত্র সন্তান এ থেকে চ্যুত হলো তা শুধু আমাকে বিস্মিতই করেনি আমার সামাজিক মর্যাদায়ও প্রভাব ফেলেছে।

সুশান্ত গুজরাটে রাজ্যে কর কর্মকতা হিসেবে কর্মরত। গত নভেম্বরে তিনি নিজ শহর পাটনার দানাপুরে এক মেয়েকে বিয়ে করেন। গত মাসে সন্তানের বিরুদ্ধে ‍মামলা করেন সিধনাথ।

তবে ছেলের বিয়েতে সম্মতি রয়েছে মায়ের। সুশান্তের মা বলেছেন, নিজের পছন্দে বিয়ে করে আমার ছেলে সুখী হলে আমি তাকে প্রকাশ্যে সমর্থন দেব। সময়ের পরিবর্তন হয়েছে, সবার এটা বোঝা উচিত।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।