ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোচি অলিম্পিকে জোড়া টয়লেট নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
সোচি অলিম্পিকে জোড়া টয়লেট নিয়ে বিতর্ক

ঢাকা: আগামী ৭ ফেব্রুয়ারি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। সেই অলিম্পিকের একটি স্টেডিয়ামের পাশাপাশি দুটি টয়লেট নিয়ে সামাজিক যোগাযোগ সাইটে তুমুল বিতর্ক চলছে।



সম্প্রতি বিবিসির রাশিয়া করেসপন্ডেন্ট স্টিভ রোজেনবার্গ টুইটারে ছবিটি পোস্ট করে। এরপরই বিতর্কের শুরু। রাশিয়ার বিরোধী দল নেতা আলেক্সাই নাভালনি ছবিটি ব্যবহার করে সরকারের একহাত নিয়েছেন।

তিনি সরকারের বিরুদ্ধে অলিম্পিক বাজেটের বিলিয়ন রুবল আত্মসাতের অভিযোগ তুলেছেন।

অনেকে সম্প্রতি রাশিয়ায় সমকামীদের বৈধতার যে আন্দোলন চলছে তার সঙ্গে এটির একটি যোগসূত্র আছে বলে অভিযোগ করেন। সমকামীরা বিশ্ববাসীকে এই অলিম্পিক বয়কটের হাতিয়ার হিসেবে ছবিটি ব্যবহার করছে।

অলিম্পিক মিডিয়া সেন্টারের এই টয়লেটটি পুরুষদের জন্য তৈরি। এক রাশিয়ার ব্যঙ্গ করে টুইটারে বলেন, এর মাধ্যমে সরকার সংখ্যালঘুদের যৌনসম্পর্কের গুরুত্বের বিষয়টি বুঝতে পেরেছে ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।