ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছবি বিকৃতির দায়ে চাকরিচ্যুত এপির আলোকচিত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
ছবি বিকৃতির দায়ে চাকরিচ্যুত এপির আলোকচিত্রী ছবির গোল চিহ্নিত স্থানে একটি ভিডিও ক্যামেরা দেখা যাচ্ছে। পাশের ছবিটিতে তা মুছে ফেলা হয়েছে। ফটোশপ ব্যবহার করে এ ধরনের বিকৃতিকে ‘ক্লোনিং’ বলা হয়।

ঢাকা: ইচ্ছাকৃতভাবে ফটোশপ ব্যবহার করে সিরিয়ার গৃহযুদ্ধের একটি ছবি বিকৃত করার দায়ে পুলিৎজার পুরস্কার জয়ী এক আলোকচিত্রীকে চাকরিচ্যুত করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

নারসিসো কনত্রেরাস নামের ওই আলোকচিত্রী নিয়মের বাইরে গিয়ে ফটোশপে ছবি সম্পাদনা করার বিষয়টি স্বীকার করেছেন।

দুঃখও প্রকাশ করেছেন তিনি।

সিরিয়া যুদ্ধের ওপর একটি ছবিটি ফটো ডেস্কে জমা দেওয়ার আগে নিজে ফটোশপে সম্পাদনা করেন নারসিসো। ‘ক্লোনিং’ করে ছবিটিতে আসা অন্য এক সাংবাদিকদের ক্যামেরা ‍অংশটুকু ফেলে দেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।

এ ছবিটিকে নিয়মের বাইরে গিয়ে সম্পাদনা করা একমাত্র ছবি হিসেবে দাবি করেছেন তিনি। ছবি বিকৃতির অভিযোগ উঠার পর এপি কনত্রেরাসের ৪৯৪টি ছবি পরীক্ষা-নিরীক্ষা করেছে। তবে কোনোটিতে নিয়মের লঙ্ঘন ধরতে পারেনি।

অপরাধ স্বীকার করে তিনি বলেন, আমি লজ্জিত। এ ছবিটিই তার বিকৃত করা একমাত্র ছবি দাবি করে ওই সাংবাদিক আরো বলেন, চাইলে আপনি আমার ফটো সংগ্রহসালায় খোঁজ নিতে পারেন। অত্যধিক মানসিক চাপের কারণেই এমনটি ঘটেছে। তবে যেহেতু আমি এ কাজ করেছি তাই এর পরিণতিও আমাকেই ভোগ করতে হবে।

যুদ্ধের ছবি তোলায় অসাধারণ দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুলিৎজার পুরস্কার লাভ করেন। তিনি ২০১২ সাল থেকে এপির যুদ্ধবিষয়ক ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

এপির নিয়মানুযায়ী সাংবাদিকরা সফটওয়্যার ব্যবহার করে ছবিতে আলোর মাত্রা কমানো বা বাড়ানোর মতো ছোটখাটো পরিবর্তন করতে পারলেও এ ধরনের ছবি বিকৃতকরণ সংস্থাটির নীতি বহির্ভূত।

বিভিন্ন সময়ে তার তোলা ছবি নিউইয়র্ক টাইমস, দের স্পিগেল, টাইম ম্যাগাজিন, ওয়াশিংটন পোস্টের মতো পৃথিবী বিখ্যাত সংবাদপত্র ও সাময়িকিতে প্রকাশিত হয়।

এপিতে এ ধরনের ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগে ২০১১ সালে সফটওয়্যার ব্যবহার করে ছবিতে ‘শ্যাডো’ আনার দায়ে আরেক ফটো সাংবাদিকের পুরো সিরিজই সড়িয়ে নেয় সংস্থাটি।

এপির ভাইস প্রেসিডেন্ট ও ফটোগ্রাফি বিভাগের পরিচালক সান্তিয়াগো লিয়ন বলেন, ইচ্ছাক‍ৃতভাবে ছবি থেকে কোনো উপাদান সড়ানো অগ্রহণযোগ্য।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।